তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় রাঙামাটি শহরে তিনজন আহত
আলমগীর মানিক,রাঙ্গামাটি :
রাঙ্গামাটি শহরের স্বর্ণটিলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ২ নারীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, খুশী চৌধুরী, রুমা দে এবং খোকন চৌধুরী।
রবিবার সকালে এই ঘটনা ঘটে। কোতয়ালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার পার্শবর্তী আসামবস্তির নারিকেল বাগান মাঠে ফুটবল খেলা শেষে ছেলেরা স্বর্ণটিলার কিশোর চৌধুরীর চায়ের দোকানের সামনে ঝগড়ায় লিপ্ত হয়।
এতে কিশোর চৌধুরী তাদের তাড়িয়ে দেয়। পরে রোববার সকালে ঐ ছেলেরা এসে কিশোর চৌধুরীর দোকানে হামলা করলে এই আহতের ঘটনা ঘটে।
এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম চৌধুরী।
Facebook Comment