তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনা পাড়া জিরো লাইন এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ মে) রাত ১০ টার দিকে স্থল মাইন বিস্ফোরণে কেঁপে উঠে তুমব্র বাজার।
তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন চোরাকারবারিদের চোরাইপণ্য আনতে বা মিয়ানমার সীমান্তরক্ষীদের টহল দলের সদস্যদের পা লেগে এ মাইন বিস্ফোরিত হয়েছে। স্থল মাইনটি মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি বসিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বর্তমানে এ পয়েন্টটি বিদ্রোহী আরকান আর্মির দখলে। বিজিপির কাছ থেকে দখলে নিয়ে সেখানে বিদ্রোহী আরকান আর্মি নিয়মিত টহল দেয়।
ঘটনাপ্রবাহ: মাইন বিস্ফোরণ
Facebook Comment