থানচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

fec-image

বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে কৌশল অবলম্বন, ক্ষুদ্র উদ্যোক্তা, দেশ ও বিশ্বে প্রযুক্তিতে এগিয়ে যাওয়া, নারীদের অধিকার আদায়, নারী-পুরুষের সমতা, ইভটেজিং, নারী নির্যাতন রক্ষায় কৌশলসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে এক বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন বিষয়ের সশরীরে কলাকৌশল প্রদর্শন, বিজয়ীদের পুরস্কারসহ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী বলিপাড়া ইউনিয়নে বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজন করেন। নারী সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল গনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য গোপা দেবী চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনকেএস-এর প্রোগ্রাম ম্যানেজার পেশল চাকমা, উপজেলা ফোকাল উবাথোয়া, স্পনসর ফোকাল রিতেশ চাকমা, ওইএসআইএসএস প্রকল্পের কর্মীরা এবং বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো. মজমুল হক, ক্রীড়া শিক্ষক মো. মাসুম খান প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক নারী দিবস, থানচি, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন