থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের মানবিক সহায়তা প্রদান


বান্দরবানের থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে থানচি উপজেলা প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী তুলে দেন বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেম, পিপিএম; থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও বান্দরবান জেলা পুলিশ যৌথ উদ্যেগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার মাঝে চাল, ডাল, তেল, চিনি, চিড়া, লবণ, আলু, মোমবাতি ও দিয়াশলাইটসহ ৯টি পদে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ঘটনাপ্রবাহ: থানচি, বন্যা, মাঝে পুলিশ
Facebook Comment