রামগড়ে ৭ দোকানদার-বাইকারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ মুদি দোকানদার ও ৪ মোটরসাইকেল চালককে ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রামগড় বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে ৪ মোটরসাইকেল চালককে লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইনে জনপ্রতি ১ হাজার টাকা হারে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বাজারে পেঁয়াজ ও ডিমের আড়ত ও মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে মূল্য তালিকা না টাঙানো, পেঁয়াজ ও সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৩ মুদি দোকানিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মজুমদার স্টোর ও মফিজ স্টোরকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং সেলিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলারক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান নিয়মিতই চলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, দোকানদার, বাইকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন