দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা প্রদান

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পশ্চিম থানা পাড়া এলাকায় গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সহায়তা তুলে দেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সুখ দুঃখের কথা শুনেন
এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ দশ হাজার টাকা হারে ১ লাখ চল্লিশ হাজার টাকা প্রদান করেন। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে পরিবার প্রতি ৫টি করে কম্বল বিতরণ করা হয়্
এছাড়াও নজির আহমেদ এবং সুলতান আহমদ পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা করে ৪২ হাজার টাকা প্রদান করেন
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী প্রমুখ।