দীঘিনালায় ধর্মবংশ মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুদান


দীঘিনালায় ‘মাইনী আঞ্চলিক ভিক্ষু সংঘের সংঘনায়ক ও লম্বাছড়া বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ ধর্ম বংশ মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় নগদ অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী দশবল রাজ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাস্থবিরের হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
জানা যায়, মাইনী আঞ্চলিক ভিক্ষু সংঘের সংঘনায়ক ও লম্বাছড়া বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ ধর্ম বংশ মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আগত অতিথিদের একদিনের খাবারের ব্যবস্থা করার জন্যে আগ্রহ প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা বোয়ালখালী দশবল রাজ বিহারে অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাস্থবিরের হাতে তুলে দেন ৷
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি পলাশ বড়ুয়া৷
এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, “সকলের প্রতি অহিংসামন্ত্র বুকে ধারণ করে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সকলে প্রতি আহ্বান জানান।”