দীঘিনালায় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি
দীঘিনালায় সরকার কর্তৃক”ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ন্যায্য মূল্যে এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, আজ সারাদিন এই ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। প্রতিজন ১ কেজি হারে পেঁয়াজ ক্রয় করতে পারবে। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। ডিলার ও সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমিতি।
এসময় দূর দূরান্ত থেকে আগত ক্রেতাদের পেঁয়াজ ক্রয় করতে দেখা গেছে।
ঘটনাপ্রবাহ: দীঘিনালায়, ন্যায্য মূল্যে, পেঁয়াজ
Facebook Comment