দীঘিনালায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

fec-image

দীঘিনালা উপজেলায় এক ভুয়া চিকিৎসকের ছয় মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার রশিকনগর এলাকার বটতলী বাজার থেকে আটক করে, ভ্রাম্যমাণ আদালত এ জেল প্রদান করে। ভুয়া ওই চিকিৎসকের নাম মোঃ কামরুজ্জামান (২৯)। সে সুনামগঞ্জ জেলার পশ্চিম লক্ষ্মিপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ।

জানাযায়, উপজেলার বটতলী বাজারের ” কমান্ডার ইউনানী হারবার ফার্মেসী’তে চেম্বার করে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো। শনিবার ওই চিকিৎসকের কাগজপত্রে সন্ধেহ হলে যাচাই বাছাই করে, ভুয়া প্রমাণিত হয়।

এসময় “মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের জেল প্রদান করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ জানান, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেল, দীঘিনালায়, ভুয়া চিকিৎসকের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন