দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দিকে দীঘিনালা থানা পুলিশ গাঁজাসহ শান্তিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম সুনীল কান্তি দেওয়ান (৩৮) উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকার রমেন্দ্র লাল দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত সুনীল কান্তি দেওয়ান গাঁজা বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ৫ কেজি গাঁজাসহ সুনীল কান্তি দেওয়ানকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ ব্যাপারে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানান, গ্রেফতারকৃত সুনীল কান্তি দেওয়ানের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, গাঁজা, দীঘিনালা
Facebook Comment