দীপংকর তালুকদার এমপির সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছায় বিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শুক্রবার (২৪ মে) সকালে রাঙামাটি চম্পকনগর এমপির বাসভবনে গিয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া একই দিন কাউখালি উপজেলার বেতবুনিয়াতে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ দলের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে দীপংকর তালুকদার এমপি নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, সকলে মিলে চলমান সরকারের উন্নয়নকে জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছে দিতে হবে। হিংসা বিভেদ ভূলে পরস্পরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। তবেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আমরা বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তারই ধারাবাহিকতায় জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনা রাঙ্গামাটি জেলার প্রতিটা উপজেলার ন্যায় আগামী পাঁচ বছরের মধ্যে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে আনাচে কানাচে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ছোঁয়া পৌঁছে যাবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন