সংস্কার বিলম্বিত করা হচ্ছে : মির্জা ফখরুল

fec-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে।’ রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে।” তিনি দাবি করেন, একটি মহল জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেন বিএনপিকে সংস্কারবিরোধী বলেই গণ্য করা হয়।

এনপি মহাসচিব বলেন, “কয়েকজন ব্যক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই জনগণ বিশ্বাস করবে না। শহরের কিছু মানুষ পুরো দেশের জনগণ নয়।” তিনি বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে আন্তরিক, তবে যেসব প্রস্তাব সংবিধান ও গণতন্ত্রকে দুর্বল করে, সেসব প্রস্তাবকে দলটি সমর্থন করতে পারে না। বিশেষ করে যেসব উদ্যোগ সংসদ, সরকার ও রাষ্ট্র কাঠামোর কার্যকারিতা হ্রাস করে, তা সংস্কারের লক্ষ্যবিরুদ্ধ বলে দলটির অবস্থান স্পষ্ট।

তিনি ব্যাখ্যা করেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার গণতন্ত্রের ভিত্তি। কোনো সংস্কার সেই সরকার ও কাঠামোকে দুর্বল করে দিলে, তা প্রকৃত সংস্কার নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা। ফখরুল বলেন, বিএনপি এমন কোনো প্রস্তাবে সমর্থন দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না, বরং প্রকৃত ও গণমুখী সংস্কার প্রক্রিয়াকে সহায়তা করবে।

তিনি আরও বলেন, “নিত্যনতুন প্রস্তাব আসছে, যার কিছু হয়তো জনগণের স্বার্থে, কিন্তু জনগণকে সঙ্গে না নিয়ে বড় কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।” যারা এসব প্রস্তাব দিয়ে নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের তিনি ‘গণতন্ত্রবিরোধী শক্তি’ হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে তিনি সাবধান করেন, “তারা হচ্ছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শক্তি, গণতন্ত্রের নয়।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন