নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১


নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে ইয়াবাসহ মানিকগঞ্জের এক নারীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ির থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃত নারী মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার ইসলামপুর এলাকার কহিনুরের মেয়ে বিথী আক্তার(২২)।
শনিবার (২ সেপ্টেম্বর ) রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা’র দিকনির্দেশনায় ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পাভেল মল্লিক সার্বিক তত্ত্বাবধানে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউপি ৫নং ওয়ার্ডে টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের রাস্তার উপর থেকে এক নারীকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার হেফাজত থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য অনুমান ৩ লাখ টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার টান্টু সাহা।