নাইক্ষ্যংছড়িতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার একটি পুকুর থেকে নূর হোসেন ( ২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় চেয়ারম্যান পাড়ার ফজল আহমদ এর ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, নুর হোসেনকে তার গ্রামের একটি পুকুর থেকে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তারা ধারণা করছেন অন্তত ২/৩ দিন আগে সে মারা গেছে। মূলত সে মানসিক প্রতিবন্ধী ছিলো।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, চাকঢালা এলাকায় পুকুর থেকে একটি মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় এনে প্রয়োজনীয় কাজ শেষে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়িতে, পুকুর, লাশ উদ্ধার
Facebook Comment