নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকালে নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসআই জাফর ইকবালের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম বলেন, আপনাদের সন্তানদের মানুষের মত মানুষ করে গড়তে স্বপ্ন দেখুন। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হিসাবে তৈরি করুন। মাদক মুক্ত সমাজ গড়তে আপনারা নিজ সন্তানদের দিকে খেয়াল রাখবেন।

তিনি বলেন, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে আপনারা স্ব স্ব গ্রামের অপরাধীদের তালিকা পুলিশকে দিন। পুলিশ দিবা রাত্রি আপনাদের সেবায় নিয়োজিত আছে। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধ অব‌্যাহত থাকবে। পুলিশিং সেবা আপনাদের দোড়গোরায় পৌঁছে দিতে পুলিশ সব সময় পাশে আছে। তিনি আরও বলেন, এলাকা ও জনগণের হিসাবে সল্প পুলিশ। তাই অপরাধ, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা চাইলেন এ পুলিশ কর্মকর্তা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী পিপিএম, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান, নাাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, এসআই নুরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের হল রুমেও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মন্ত্রীর প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম‌্যান আলহাজ্ব খাইরুল বশর, মাওলানা নুরুল আলম ফারুকী, এসআই জিবন চৌধুরী, এসআই রবিউল, এসআই (ডিএসবি) ফুল মিয়া।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাইক্ষ‌্যংছড়ির উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক এ‌্যাডভোকেট তারেক আজিজ জামী, ঘুমধুম ইউপি সদস‌্য বদি আলম, সদস‌্য দিল মোহাম্মদ ভুট্টো, সদস‌্য বাবুল কান্তি চাকমা, সদস‌্য আবুল কালাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস‌্য মো. আলম, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাহমুদুল হাসানসহ স্থানীয় সুশীল সমাজ, গণ্যমান‌্য ব‌্যক্তিসহ সমাজের বিভিন্নস্তরের ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়িতে, মাদকমুক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন