নাইক্ষ্যংছড়িতে অবৈধ বিদেশি গরু জব্দ


নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ টহলদল কর্তৃক মালিকবিহীন ১৫ বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিওপি ১৫ টি গরু আটক করেন।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির অভ্যন্তরে আসার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল কমান্ডার হাবি.সঞ্জয় কুমার এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপির দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশর অভ্যন্তরে মক্কর টিলা নামক স্থানে থেকে ১৫ টি মালিকবিহীন বার্মিজ গরু আটক করে ।
আটককৃত গরু বালুখালী কাস্টম অফিসে নিলামের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
ঘটনাপ্রবাহ: অবৈধ, গরু, জব্দ
Facebook Comment