নেইমার সৌদি লিগে যাওয়ার সম্ভাবনাই বেশি


ক্রিশ্চিয়ানো রোনালদোর পর নেইমারও পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন এমন তথ্য।
রোমেনোর দাবি, পিএসজি থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বড় অংকের দর হাঁকিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে।
পিএসজি ছাড়ার বিষয়ে জনসমক্ষে কখনও কিছু বলেননি নেইমার। তবে একটা গুঞ্জন আছে অনেকদিন ধরেই, ব্রাজিলিয়ান তারকা নতুন ক্লাব খুঁজছেন। বিশেষ করে ‘বন্ধু’ লিওনেল মেসি পিএসজি ছেড়ে চলে যাওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।
নেইমার নাকি তার পুরনো ক্লাব বার্সেলোনাতে ফিরতে আগ্রহী। কিন্তু এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার মত আর্থিক অবস্থা নেই বার্সার। সেক্ষেত্রে তারা লোনে নেওয়ার একটা প্রস্তাব দিয়ে রেখেছে।
নেইমারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাবও। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে স্পেন বা যুক্তরাষ্ট্রে নয়, নেইমার যেতে পারেন সৌদি আরবে।
ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, নেইমারের সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনাই বেশি। কেননা তারা বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। প্রথমে ৮০ মিলিয়নের প্রস্তাব দিয়েছিল। তবে সেটা ফিরিয়ে দিয়েছিলেন নেইমার। পরে তারা পরিমাণটা বাড়ায়। মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয় আরবের ক্লাবটি থেকে।