পিএসজি ছাড়তে চান নেইমার, জানিয়ে দিয়েছেন বোর্ডকে

fec-image

সময়টা খুবই খারাপ যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো তারকারা চলে গেছেন পিএসজি ছেড়ে। নেইমারও ছাড়তে চান ক্লাব। চুক্তির মেয়াদ অবশিষ্ট থাকলেও এই মৌসুমেই পিএসজি ছাড়তে যাচ্ছেন এই ব্রাজিলীয়ান।

চোটে পড়ায় গত কয়েক মৌসুম পিএসজিতে নিয়মিত খেলতে পারেননি নেইমার। পারফরম্যান্সও তেমন করতে পারেননি। এরপর তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল তো হয়েছেই, এমনকি পিএসজির আল্ট্রাস সমর্থকগোষ্ঠী ব্যঙ্গাত্মক স্লোগান দিতে থাকে। তাঁর (নেইমার) প্যারিসের বাড়িও ঘেরাও করা হয়েছিল। পরে বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজির আল্ট্রাস সমর্থকগোষ্ঠীর বাড়ি ঘেরাওয়ের কাজ নেইমারের পছন্দ হয়নি। এ কারণেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজি ছাড়তে চান।

২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন নেইমার। পুরোনো ক্লাবে ফেরার ইচ্ছাতেই হয়তো পিএসজি ছাড়ার চিন্তাভাবনা কাজ করছে। লেকিপ জানিয়েছে, বার্সা তাকে নিতে আগ্রহী। বার্সা কোচ জাভি হার্নান্দেজ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৭ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে পিএসজির। ক্লাব থেকে প্রতিবছর ২৫ মিলিয়ন পাউন্ড পাবেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৬৮ লাখ টাকা।

এ ছাড়া কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও দোটানায় রয়েছে পিএসজি। ২০২৫ পর্যন্ত এমবাপ্পের সঙ্গে চুক্তি থাকলেও তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। ফরাসি ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা শোনা যাচ্ছে বেশি। এমনকি নতুন কোচ লুইস এনরিকের মৌসুম শুরুর আগেই ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেইমার, পিএসজি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন