নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী নৌবাহিনী দাবাড়ুদলের সৌজন্য সাক্ষাত
পার্বত্য নিউজ ডেস্ক
নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এর সাথে অষ্টম বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্যবিশিষ্ট দাবাড়ু দল আজ রোববার ঢাকার বনানীস্থ নৌ সদরে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দাবায় এই প্রথম বারের মতো বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশ নৌবাহিনী। দলে রয়েছে তিনজন গ্রান্ড মাষ্টার আবদুল¬াহ আল রাকিব, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজিব ও ফিদে মাষ্টার তৈয়বুর রহমান সুমন এবং দুইজন মহিলা ফিদে মাষ্টার নাজরানা খান ইভা ও শামীমা শারমিন সিম্মি।
দলটি ইতোমধ্যে বাংলাদেশ গেমসে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতিগ্রহণ করেছে বলে নৌবাহিনী প্রধানকে অবহিত করে এবং স্বর্ণ পদক জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। নৌবাহিনী প্রধান নৌবাহিনীর দাবাড়ু দলের প্রস্তুতি ও স্বর্ণ পদক জয়ের দৃঢ় প্রত্যয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।