পাকিস্তানের নির্বাচন ছিল সবচেয়ে বড় ডাকাতি: ইমরান খান


পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় ডাকাতি বলে বর্ণনা করেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩০ মে) রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সুপ্রিম কোর্টে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত আগস্টে কারাবন্দি হওয়ার পর প্রথমবার উন্মুক্ত আদালতে কথা বললেন ইমরান খান।
এসময় ইমরান দাবি করেন, তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে।
তিনি বলেন, আমার দল নির্যাতিত হচ্ছে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তার দলের কাছ থেকে নির্বাচনকে চুরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটের সবচেয়ে বড় ডাকাতি।
অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করে আসছে নির্বাচন কমিশন।
আদালত অবশ্য ইমরান খানের মামলাটি সরাসরি সম্প্রচার করার অনুরোধ প্রত্যাখ্যান করে। এটি কোন জনস্বার্থ মামলা নয় বলে উল্লেখ করে আদালত।
বৃহস্পতিবার গত ৯ মের দাঙ্গা সংক্রান্ত দুটি মামলায় পিটিআই নেতা ইমরান খানকে খালাস দেয় ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত পাকিস্তান। শেহজাদ টাউন থানায় দায়ের করা দুটি মামলায় উপস্থাপিত অপর্যাপ্ত প্রমাণের কারণে এ রায় দেওয়া হয়।
এর আগে, গত ৯ মে ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর সংক্রান্ত দুটি মামলায় খালাস পান ইমরান খান।