পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আয়োজনে সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে পানছড়ি-লোগাং সড়কের মণিপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহবায়ক শান্তি জীবন চাকমা।
২নং চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কিরণ ত্রিপুরা, অসেতু বিকাশ চাকমা, সুব্রত চাকমা, কার্বারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন কার্বারি, চেংগী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাইনা ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি হোক। অন্য কোথাও মারামারি হলেও পানছড়িতে না করার জন্য জেএসএসের প্রতি আহবান জানানো হয়।
নিউজটি ভিডিওতে দেখুন: