পানছড়ি রাকিব হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই, আটক ২
দীর্ঘ প্রায় দেড় বছর পর রাকিব হত্যার সাথে সরাসরি জড়িত দু’জনকে আটক করেছে করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ রহস্য উদঘাটনে সময় লেগেছে মাত্র তিন মাস । রাকিব হোসেন উপজেলার আলী নগর গ্রামের আলী হোসেনের সন্তান। সে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত ছিল। ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ির পাশেই তাকে খুন করা করা হয়।
মামলাটি চট্টগ্রাম পিআইবির হাতে যাওয়ার পর তদন্তভার দেয়া হয় এসআই পরিতোষ দাশকে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিতোষ দাশ জানান, অতিরিক্ত আই.জি বনজ কুমার মজমুদার ও চট্টগ্রাম জেলা পিবিআই এর পুলিশ সুপার নাজমুল হাসানের দিক নির্দেশনা মোতাবেক কাজ শুরু করি। তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার ১নং স্বাক্ষী আরিফকে আটকের পর ঘটনার রহস্য উদঘাটন শুরু হয়। তার ১৬৪ ধারার জবানবন্দিমূলে রাঙ্গুনীয়া থেকে আটক করা হয় জুলহাসকে। দু’জনেই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরিফ ও জুলহসি ছিল রাকিবের ঘনিষ্ঠ বন্ধু। তারা আলী নগর গ্রামের বাহাদুর মিয়া ও কালামের সন্তান। এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে এখনো কাজ চলছে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে বলে তিনি জানান।