পানছড়িতে অর্ধ গলিত লাশ উদ্ধার


পানছড়ি উপজেলার দক্ষিণ টিএন্ডটি থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ।
শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে টিএন্ডটির পরিত্যক্ত কোয়াটার থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, আনুমানিক বিকেলে এলাকার ছোট শিশুরা খেলতে গিয়ে পঁচা দুর্গন্ধ অনুভব করে। তাদের চেঁচামেচিতে আশে-পাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনসারুল করিমের নেতৃত্বে পঁচা দুর্গন্ধময় লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ওসি জানান, লাশটির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ লাশটি সনাক্তের চেষ্টা করছে।
ঘটনাপ্রবাহ: পানছড়ি, লাশ
Facebook Comment