পানছড়িতে কৃষকদের সাথে পরামর্শমূলক উঠোন বৈঠক


পানছড়ির কৃষকদের সাথে পরামর্শমূলক উঠোন বৈঠক করেছে উপজেলা কৃষি অফিস। উপজেলার তিরপাবিল এলাকায় বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পূজগাং করল্যাছড়ি, যুবনাশ্বপাড়া, সেনাজিপাড়া, তাপিতাপাড়া, রাজকুমার পাড়া, বাইগ্যাপাড়া, জগৎসেন পাড়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন শেখ কৃষকদের নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, কৃষকদের যে কোন সমস্যার সমাধানে কৃষি অফিস সব সময় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তবে কার কি সমস্যা তা কৃষকদের জানাতে হবে। এ সময় উপস্থিত কৃষকেরা কৃষি অফিসের এই মহতি উদ্যেগকে স্বাগত জানান।
উপজেলা কৃষি অফিস জানান, উল্লেখিত এলাকাগুলো পান চাষের উপযোগী স্থান। এসব এলাকার পান দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে। এখানকার কৃষকেরা পানের পাশাপাশি ধান ও শাকসবজিসহ নানান ফসলাদি করে থাকে। তাই কৃষকদের উঠোন বৈঠকের মাধ্যমে বিভিন্ন রোগ-বালাই ও প্রতিকার করার সহজ উপায়গুলো বৈঠকের মাধ্যমে পরামর্শ দেয়া হয়েছে। এতে কৃষকেরা যেমনি উপকৃত হবে তেমনি ফলনের উৎপাদনও বৃদ্ধি পাবে। এ সময় উপজেলা কৃষি অফিসের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।