পানছড়িতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ৭ ই মার্চ পালন

নানান কর্মসূচীর মধ্যে দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পালন করা হয়েছে ঐতিহাসিক ৭’মার্চ। পানছড়ি উপজেলা প্রশাসন, পানছড়ি থানা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে সাজানো হয়েছিল কর্মসূচী।
মঙ্গলবার (৭ ই মার্চ) দিনের সূচনা লগ্নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় দেব ও দলীয় নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা করেন।
উল্লেখ্য, পানছড়ির বীর মুক্তিযোদ্ধা, সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, বাজার উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।