পানছড়িতে নিরাপদ সড়ক দিবস উদযাপন
খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর ( শুক্রবার ) ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান।পানছড়ির জীপ, সিএসজি, মাহেন্দ্র, অটোরিক্সা ও মোটর সাইকেল চালক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা এ আলোচনা সভায় অংশ নেয়।
খাগড়াছড়ি জীপ-পিকআপ মালিক সমিতির উপদেষ্টা নুর মোহাম্মদ, সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির, খাগড়াছড়ি জীপ চালক সমিতির সদস্য মো. আবদুল কাদের, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি আজগর আলী আলোচনায় গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরেণ।
আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিরাপদ সড়ক দিবসের দিক-নির্দেশনামুলক কথা মেনে চলে সড়ক নিরাপদ রাখার আহ্বান জানান। সুন্দর একটি অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।