পানছড়িতে সহস্রাধিক মাস্ক বিতরণ

fec-image

“স্বাস্থ্যবিধি মেনে চলুন-সুস্থ থাকুন, নিয়মিত মাস্ক ব্যবহার করুণ” জনসচেতনতামুলক লেখা সমন্বিত ব্যানারে সহস্রাধিক মাস্ক বিতরণ কার্যক্রম চলছে জেলার পানছড়িতে।

এই মহতী জনসেবার আয়োজন করেছে পানছড়ি উপজেলাস্থ হেলফ’স পিপলস সংগঠন। পানছড়ির এক ঝাঁক সমাজসেবী তরুণের ডাকে হাত বাড়িয়ে সহস্রাধিক মাস্ক দিয়ে সার্বিক সহযোগিতা দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই উদীয়মান সমাজ সেবক উপজেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ক্রীড়াবীদদের আর্থিক ও ক্রীড়া সামগ্রী দিয়ে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, করোনার মাহমারীতে খাদ্য সামগ্রী বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ নানান কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছে।

এই ব্যাপারে ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম বলেন, মাস্ক বিতরণকালে অন্ততপক্ষে সচেতনতামূলক দু’একটি কথা বলার সুযোগ হয়। তাই নিজেই সরেজমিনে থেকে স্বাস্থ্যবিধির কথাগুলো বুঝানোর চেষ্টা করে যাচ্ছি। এ ব্যাপারে হেলফ’স পিপলস সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন