পানছড়িতে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার পানছড়ি ইউপির যৌথখামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল বক্স, টেবিল ও হোয়াইট র্বোড বিতরণ করা হয়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। এসময় তিনি শিশু শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তারে খোঁজখবর নেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। ক্ষুদে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে জোন অধিনায়ককে অভিনন্দন জানায়। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী অংশাচিং মারমা, অভি সাঁওতাল, মিউস্যাং ত্রিপুরা, থুইসা মারমাসহ সকল শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে দারুণ খুশি বলে জানায়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষক ম্রানু চিং মারমা, চেউং মারমা, ক্রাঙোরী মারমা, সুচিতা দেওয়ান, এলাকার মংতা কার্বারি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এই প্রত্যন্ত এলাকার বিদ্যালয়টির পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জোন অধিনায়ক।