উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডি প্রকৌশলী নিহত, আহত ৩

fec-image

কক্সবাজারের উখিয়ায় মিনি বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন সিনএনজি যাত্রী নিহত হয়েছেন। ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছে সিএনজি অটোরিক্সার এক যাত্রী। তার নাম জহিরুল হক। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান- গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এতে আরো ১ জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, এলজিইডি প্রকৌশলী, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন