পানছড়ি ইউপি’র মাধ্যমে নির্মিত হলো অভিভাবক বিশ্রামাগার

fec-image

উপজেলার ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনের হাত ধরে নির্মিত হলো পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের বিশ্রামাগার। এই বিশ্রামাগারের নাম রাখা হয়েছে প্রত্যাশা।

এর উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রায় সাড়ে চার’শ অভিভাবক দীর্ঘদিন ধরে বিশ্রামাগারের অভাবে প্রচণ্ড রোদের তাপ আর বৃষ্টি উপেক্ষা করে রাস্তার আশ-পাশ এলাকায় দাঁড়িয়ে থাকতে হতো। ২০১৮-১৯ অর্থবছরের (এলজিএসপি)’র বরাদ্দ থেকে এ কাজ সম্পন্ন করা হয়েছে পানছড়ি ইউপি সূত্রে জানা যায়। এ মহতি উদ্যেক্তার প্রতি অভিভাবকেরা কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানায়, বিশ্রামাগারে অভিভাবকদের আগমনে বিদ্যালয় এলাকা প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে। ইউপি চেয়ারম্যান নাজিরের হাত ধরে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আসবাবপত্র, খেলনা-দোলনা, ক্রীড়া সামগ্রী, প্রত্যন্ত এলাকায় স্কুল ব্যাগসহ নানাবিধ সামগ্রী প্রদান করা হয়েছে।

চেয়ারম্যান জানায়, ইউপি’র আওতাধীন অবহেলিত বিদ্যালয়গুলোতে আরো নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, বিশ্রামাগার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন