পার্বত্যঞ্চলের সাংবাদিকতার বাতিঘর এ কে এম মকছুদ আহমেদ

fec-image

চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ ছিলেন পার্বত্যঞ্চলের সাংবাদিকতার বাতিঘর। ৫০ বছর আগে তিনি পার্বত্যঞ্চলে প্রতিকূলতার মাঝে সাংবাদিকতা শুরু করেছেন। দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেননি। তাঁর আর্দশকে ধারণ করে এই অঞ্চলে অনেকে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন।

এ কে এম মকছুদ আহমেদ  এর সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে কাপ্তাই প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা সভায় বক্তারা এ সব কথা বলেন। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ারুল হক, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি(তদন্ত) শফিউল আজম , কর্নফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, রাঙ্গামাটি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সম্পাদক বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ( সিবিএ) এর কাপ্তাই এর সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু, এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক।

সংবর্ধনা সভায় রাঙ্গামাটি, কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  পরে এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেসক্লাব এর পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, পার্বত্যঞ্চল, প্রেসক্লাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন