পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্রাবাস চত্বর, মুসাফির পার্কে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা নাগরিক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য করা হচ্ছে তা দূরীকরণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেয়া হয়।