পেকুয়ায় হিট স্ট্রোকে দিন মজুরের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মো. কালু (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত নাগু মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনমজুর মো. কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের কাজ করছিল। এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
মৃত্যু মো. কালু ৩ সন্তানের জনক দিন মজুরি করে সংসারের ব্যয় নির্বাহ করতো। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পেকুয়া, হিট স্ট্রোক
Facebook Comment