পেকুয়ার প্রান্তিক চাষীদের বিনামূল্যে সার বীজ বিতরণ
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উপসী আউশ ধানে প্রণোদনার লক্ষে বিনামুল্যে সার বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলা কৃষি অধিদপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এতে পেকুয়ার ৬ টি ইউনিয়নের ৭৭৫ জন কৃষককে ১১শত ৯৫ টাকার সার, বীজ প্রদান করা হয়। এদিকে কক্সবাজারের তিন উপজেলায় পর্যায়ক্রমে ২ হাজার ৩ শত ২৫ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হবে।
পার্বত্যনিউজ/এমএইচপি
tnx. Parbattarnews.cok ke