পেরাছড়া ইউনিয়নের বার্ষিক বনভোজন ও সচিবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান


খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদের সচিব প্রজ্ঞা রঞ্জন চাকমা’র অবসর জনিত বিদায় সংবর্ধনা ও পেরাছড়া ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি পেরাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।
এ উপলক্ষে বিদায়ী সচিব প্রজ্ঞারঞ্জন চাকমার উদ্দেশ্যে উপস্থিত বক্তারা জানান, দীর্ঘ দিন সৎ ও নিষ্ঠার সাথে পেরাছড়া ইউনিয়নের সচিবের দায়িত্ব পালন করে গেছেন। ইউনিয়নে কমপক্ষে প্রায় ৮ জন চেয়ারম্যানের সাথে কাজ করে গেছেন নিষ্ঠার সাথে। তাঁর এই বিদায়ে সবাই আবেগে আপ্লুত।
বক্তব্যের পরপরে অত্র ইউনিয়নের সকল সাবেক সদস্য প্রজ্ঞারঞ্জন চাকমার মাঝে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা,গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, যুব উন্নয়ন কর্মকর্তা বকুল চন্দ্র চাকমাসহ পেরাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।