ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে আছে সৌদি: প্রিন্স সালমান


ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, আশা-আকাঙ্ক্ষা ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব পাশে আছে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রাউন প্রিন্স সালমান একথা বলেন। খবর এনডিটিভি’র
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি বলেছেন, ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সংঘর্ষের ‘বিস্তৃতি’ রোধ করতে তিনি কাজ করছেন।
ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালায় মুক্তি আন্দোলন গোষ্ঠী হামাস। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।