বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ডিজিটাল ম্যারাথন


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ।
২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ এর ডিজিটাল ম্যারাথন বান্দরবান অঞ্চল বান্দরবান সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ম্যারাথন এর উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন।
এই সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, পিএসসি; বান্দরবান সেনানিবাসের সকল অফিসার এবং জেসিও ও অন্যান্য রা।
বান্দরবান অঞ্চলের উক্ত ডিজিটাল ম্যারাথনে পর্যায়ত্রুমে ১,৫০০ জন সামরিক সদস্য এবং বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে ৬,০০০ হাজার অসামরিক ব্যক্তিবর্গসহ সর্বমোট ৭,৫০০ জন অংশগ্রহণ করবেন।
তারই ধারাবাহিকতায় আজ প্রথম পর্বে বান্দরবান সেনানিবাসে ১৫০ জন সামরিক সদস্য অংশগ্রহণ করেন।