বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে পেকুয়ার শিক্ষার্থীদের উচ্ছ্বাস


নতুন বছরের শুরুতেই সারাদেশের ন্যায় নতুন বই হাতে পেয়ে কক্সবাজারের পেকুয়ার শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মেতে উঠেছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পেকুয়ায় বই বিতরণ করা হয় । পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউটশনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার উলফাত জাহানের উদ্বোধনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
বছরের প্রথম দিনে বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়, পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়,ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া উচ্চ বিদ্যালয়,পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া স্মার্টস্কুলসহ বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের এমন চিত্র দেখা গেছে। নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে অভিভাবকের সঙ্গে বাড়ি ফেরেন তারা।