বন্ধুকে হত্যার দায়ে খাগড়াছড়িতে এক যুবকের মৃত্যুদণ্ড

fec-image

খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে মো. ইউছুফ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার(১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন আদালতে আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

২০১১ সালের ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আব্দুল্লাহ(২৮) নামে এক বন্ধুকে কুপিয়ে হত্যা করে ইউছুফ। এই ঘটনায় নিহত আব্দুল্লাহ’র ভাই দেলোয়ার হোসনে মামলা দায়ের করেন।

ঘটনার একমাস পর পুলিশ ফেনী থেকে আসামিকে গ্রেফতার করেন। পরের বছরের ১২ সেপ্টেম্বর পুলিশ ইউছুফকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় আদালতে ৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে প্রায় ৮বছর পর আদালত আজ রায় ঘোষণা করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আদালত, আসামি, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন