বরকলে শিলা বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
রাঙামাটির বরকল উপজেলার দূর্গম বড়হরিণা ইউনিয়নে ঝড়ো বাতাস এবং শিলা বৃষ্টির আঘাতে অর্ধশত বসতি ও দোকান এবং রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার দুপুরে উপজেলায় এ শিলা বৃষ্টি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টি শুরু স্থানীয় জনগণের প্রায় ২০টির মতো বাড়ি এবং১১টির মতো দোকান-পাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেক কৃষকের আম এর বাগান ও লিচুর বাগান এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বড় হরিণা ইউনিয়নের মহালছড়ি গ্রামের ইদুজয় চাকমা, প্রীতি মিলন চাকমা প্রাণময় চাকমাসহ অনেকে জানান, শিলা বৃষ্টি এবং ঝড়ো বাতাসে তাদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।