বাইশারীতে রাবার বাগানে পাহারা ঘরের আড়ালে অস্ত্রের কারখানা: অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
নাইক্ষ্যংছড়ির দূর্গম পাহাড়ি জনপদে রাবার বাগানের পাহারা ঘরের আড়ালে অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে একনালা সচল ১টি বন্দুক ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্রের কারিগরসহ সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
২৭ সেপ্টেম্বন রাত দেড় টায় উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরের আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানের কারখানা থেকে এ সব উদ্ধার করে পুলিশ। থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানান, কারখানা থেকে ১টি ১ নালা সচল বন্দুকসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে। যার সংখ্যা ১১ প্রকার। তন্মধ্যে পাইপ, নির্মানাধীন বন্দুকের বাট, ছুরি, লৌহ জাতীয় আরো বেশ কয়েক ধরনের সরঞ্জাম।
থানার অফিসার ইনর্চাজ মো. আলমগীর হোসেন বলেন, চিহ্নিত কিছু পেশাদার কারিগর এসব অস্ত্র তৈরি করছিল বলে জানা গেছে। তারা ইতিপূর্বে ৫টি অস্ত্র বানিয়ে বিক্রি করেছে। থানায় এ বিষয়ে রাবার বাগান মালিক আবুবক্কর সওদাগর ও আবদুুল হামিদসহ ক’জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সুতারাং এ ঘটনায জড়িতদের রেহায় নেই।