বাঘাইছড়িতে ২৭-বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা জোন ২৭-বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ২৭-বিজিবি মারিশ্যা জোন সদরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
২৭-বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. আতিকুর রহমানের আমন্ত্রণে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিজিবিএম, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, ৫৪-বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান, সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন, ফোর বেঙ্গল দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক, ৭-বিজিবি বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মারিশ্যা জোনের ৪৬ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী হাসান। এরপর অতিথিদের নিয়ে কেক কেটে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।