বান্দরবানের স্বর্ণ মন্দিরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে বেসরকারি ভাবে গড়ে উঠা পর্যটন স্পট ও বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থস্থান নামে খ্যাত স্বর্ণ মন্দিরে (বৌদ্ধ ধাতু জাদি) পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন করতে অনুমতি সাপেক্ষে মন্দিরে প্রবেশ করা যাবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।
সূত্র জানায়, আগত পর্যটকরা মন্দিরের পবিত্রতা নষ্ট, ভান্তেদের মারধরের চেষ্ঠা, স্থাপন করা মূর্তিদের স্পর্শ ও পূজার দ্রব্যাদি ফেলে দেওয়ার মতো ঘটনায় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
স্বর্ণ মন্দিরের প্রধান ধর্মীয় গুরু উপ ঞ ঞা জোত মহাথের বলেন, পর্যটকরা মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করে পবিত্রতা নষ্ট করে, বিভিন্ন মূর্তির গলায় ও মুখে হাত দিয়ে করে ছবি তোলে, মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেয়।
তিনি বলেন, গত বৃহস্পতিবার একদল উশৃঙ্খল পর্যটক জুতা নিয়ে মন্দিরে প্রবেশর চেষ্ঠা চালায়। মন্দির কর্তৃপক্ষ বাধা দেয়ার চেষ্টা করলে তারা দায়িত্বরত ভান্তেদের মারধর করার চেষ্টা করেন। সব কিছু মিলিয়ে পরিচালনা কমিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, বান্দরবানে পর্যটন শিল্পকে বিকাশ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। মন্দিরের পবিত্রতার অজুহাত তুলে পর্যটকদের মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপে জেলার পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন।