আলীকদমে তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আলীকদম প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

লামা তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার উপজেলা পরিষদ হলরূমে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহতাব উদ্দিন চৌধুরী ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন এয়াকুব প্রমূখ।

কর্মশালায় যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, মাদক ও জাঙ্গীবাদ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, শিশুর যথাযথ বিকাশ, জেন্ডার সমতা, শিক্ষা ও পরিবেশ, শিশু ও নারীর অধিকার বিষয়ে সবিস্তারে আলোচনা করেন বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন