বান্দরবানে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2020/01/bban-smec-mela-copy.jpg)
বান্দরবানে সপ্তাহ ব্যাপি শুরু হয়েছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা। এসএমই ফাউণ্ডেশনের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মেলা চলবে। এবার মেলায় অর্ধশতাধিক এসএমই পণ্য নিয়ে বিভিন্ন স্টল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার, এসএমই ফাউণ্ডেশনের ম্যানেজার রাহুল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভা শেষে অতিথিরা আঞ্চলিক এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।