“এক মাসে বান্দরবানের রাজিবিলা ও কুহালং ইউনিয়নে একাধিক হত্যাকাণ্ড ও অপহরনের জন্য স্থানীয়রা এমএলপি ও জেএসএস এর সংশ্লিষ্ট রয়েছে বলে দায়ী করে আসছিল”

বান্দরবানে এমএলপির ৩ সদস্য আটক

প্রতীকী ছবি
বান্দরবানে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আলোচিত মগ লিবারেশন পার্টি (এমএলপি)র  ৩ সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
আটকের পর তাদের রুমা থানার মাধ্যমে শুক্রবার(৩১ মে) বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলার রুমা উপজেলার ব্যসার্ধপাড়া, রুমাছড়িপাড়া ও ঠান্ডাঝিরি পাড়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো মংটু মারমা (৩১), উচিং মং মারমা (২৬) ও উসাইনু মারমা (৩১)।
আটকের বিষয় নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান- এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়, তবে নিরাপত্তাবাহিনী কর্তৃক আটক হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, গত এক মাসে বান্দরবানের রাজিবিলা ও কুহালং ইউনিয়নে একাধিক হত্যাকাণ্ড ও অপহরনের জন্য স্থানীয়রা এমএলপি ও জেএসএস এর সংশ্লিষ্ট রয়েছে বলে দায়ী করে আসছিল।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, এমএলপির, বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন