বান্দরবানে করোনা শনাক্তের একদিন পর নারীর মৃত্যু


বান্দরবান জেলা সদরে করোনা আক্রান্তের রিপোর্ট আসার একদিন পর মারা গেলেন হোসনে আরা বেগম(৬৫) ।
শনিবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে বান্দরবান সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর আগে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এর আগে শুক্রবার (৩ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি জেলা শহরের নিউগুলশান এলাকার সিদ্দিক সুবেদারের স্ত্রী।
বান্দরবান সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর থেকে নার্সিং ইনস্টিটিউটের স্থাপিত করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ওই নারী।
শনিবার সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে রেফার করা হয়। কিন্তু পরিবার তাকে চট্টগ্রামে নেননি। বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য এই নিয়ে বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩জনে।