বান্দরবানে বিএনপির মাস্ক বিতরণ

fec-image

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে বিএনপির উদ্যোগে পথচারী-ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জনসচেতনতামূলক বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসচেতনতা তৈরি করতে বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা পথচারী এবং দোকানের মালিক-শ্রমিক কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্য বিধি মেনে চলতে বিভিন্ন ধরণের পরামর্শ দেন বিএনপি নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমা, সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা বিএনপির নেতা রিটল বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা চনুমং মারমা প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয়ধাপ ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের করোনা ভাইরাসে সনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে আগের তুলনায়। সংকট মোকাবেলায় রাজনৈতিক মতবিরোধ ভুলে সকলের মানুষের কল্যানে কাজ করা উচিত। করোনা মোকাবেলায় সরকারের সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন