বান্দরবানে বিজিবি’র অভিযানে বার্মিজ গরু জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথকভাবে অভিযান চালিয়ে ৬০টি মিয়ানমার অবৈধ বার্মিজ গরু জব্দ করেছে ১১বিজিবি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে ভাল্লুকখাইয়া সীমান্তে ৪৯ পিলারের রাবার বাগান ও রামুর গর্জনিয়া ক্যাজর বিল নামক এলাকায় এসব অবৈধ গরু জব্দ করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে সীমান্তের অবস্থান নেন বিজিবি একটি টহল দল । এসময় রাতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ভাল্লুকখাইয়া সীমান্তে ৪৯ পিলারের রাবার বাগান ও রামুর গর্জনিয়া ক্যাজর বিল নামক এলাকায় ৬০টি বার্মিজ অবৈধ গরু জব্দ করা হয়৷ টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

আরও বলা হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে গবাদিপশু ও অবৈধ সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল ইসি জানান, সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোরভাবে ৃদমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, গরু, জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন