বান্দরবানে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মো. কামরান ফারুক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগ্যে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, ছাত্রদল সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের দমন পীড়ন বন্ধ করে নেতাকর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Facebook Comment